যুদ্ধের প্রস্তুতি জোরদার করতে চীনা সৈন্যদের প্রতি শি জিনপিংয়ের আহ্বান
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। গত সপ্তাহে পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শনের সময় তিনি এই আহ্বান জানান বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে।
শি জিনপিং বলেছেন, "সেনাবাহিনীকে ব্যাপকভাবে প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতি বাড়াতে হবে এবং সৈন্যদের দৃঢ় যুদ্ধ সক্ষমতা নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, সৈন্যদের অবশ্যই কৌশলগত প্রতিবন্ধকতা ও যুদ্ধের সক্ষমতা উন্নত করতে হবে।
এই আহ্বান এসেছে চীনের সাম্প্রতিক সামরিক মহড়ার পর, যা তাইওয়ানের চারপাশে পরিচালিত হয়েছিল। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্বীপটিকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে।
চীনের সঙ্গে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা চীনা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের সরকার দ্বারা পরিচালিত হয়ে আসছে।
প্রেসিডেন্ট শি আরও উল্লেখ করেছেন, চীনের সামরিক বাহিনীকে দেশের কৌশলগত নিরাপত্তা ও মূল স্বার্থ রক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।