নিজস্ব প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ও অটোচালক রয়েছেন।
বুধবার (১ জুন) সকালে কালুখালী উপজেলায় এ ত্রিমুখী সংঘর্ষে ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- পাংশা উপজেলার পুঁইজোর ৭ নং ওয়ার্ডের বশির মিয়ার ছেলে অটোচালক নাসির (৩৫), মোতালেব হোসেনের স্ত্রী মসিরন বেগম (৬০), মসিরন বেগমের মেয়ে মরিয়ম (৪৫), মর্জিনা (৪০), মসিরনের ছেলের স্ত্রী রাবেয়া (৩০) ও মর্জিনার ছেলে (১০)।
আরও পড়ুন>>>বাবার নামে ধর্ষণচেষ্টা মামলা করলেন মেয়ে
জানা গেছে, আজ বুধবার সকালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় রাজবাড়ীগামী অটোরিকশা ও একটি প্রাইভেটকারের। এ সময় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা ও প্রাইভেটকার। ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন ও আহতদের প্রথমে কালুখালী উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিহতরা সবাই রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পুঁইজোর এলাকার বাসিন্দা।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, আজ বুধবার সকালে দুর্ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আরো তিনজন মারা যায়। আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সেগুলো রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
