রাশিয়া থেকে আরএনপিপির দ্বিতীয় ইউনিটের যন্ত্রাংশ পাঠানো হলো
ডেক্স রির্পোট: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) টার্বাইন আইল্যান্ডের জন্য এক সেট যন্ত্র প্রস্তুত করে পাঠিয়েছে ‘পিজেএসসি পডলস্ক’ (রোসাটম- অটোমেনারগোম্যাশের যন্ত্র উৎপাদনকারী শাখার একাংশ) এগুলো আরএনপিপির দ্বিতীয় ইউনিটে ব্যবহার করা হবে।
রোসাটম জানায়, এমএসআর (СПП) ১২০০ এর প্রথম সেট বাংলাদেশে পাঠানো হয়েছে। টার্বাইন হাইপ্রেসার সিলিন্ডারের পরে ময়শ্চার সেপারেটরকে ভেজা জলীয়বাষ্প ঠাণ্ডা ও গরম করার কাজে ব্যবহার করা হবে। এমএসআর (СПП) ১২০০ কে তিনটি প্রধান অংশে ভাগ করে পাঠানো হয়। ৪১ টনের সেপারেটর, প্রথম স্টেজ সুপারহিটার (৮৬ টন) ও দ্বিতীয় স্টেজ সুপারহিটার (১০৫ টন)। যন্ত্রটির সংযোজনের সময় এমএসআর ১২০০ কে তিনটি অংশকে উলম্বভাবে সংস্থাপন করা হবে। ‘জিও পডলস্কের আনবিক শক্তি প্রকৌশল যন্ত্র বিভাগের এনপিপি ইকুইপমেন্ট বিভাগ-২ উল্লেখিত যন্ত্রগুলোর নকশা প্রণয়ন ও উন্নয়ন করে। এসব যন্ত্রাংশ কর্মক্ষম থাকে ৫০ বছর। এর আগে এ প্রকল্প নভোভোরোনেজ এনপিপি-২, লেনিনগ্রাদস্কা এনপিপি-২ ও আস্ত্রাভেতস এনপিপি (বেলারুশ) এর জন্য একই ধরনের যন্ত্রাংশ প্রস্তুত ও সরবরাহ করে।
জে এস সি অটোমেনারগোম্যাশ পারমাণবিক চুল্লি ঘরের সমস্ত যন্ত্রপাতি ও ভিভিইআর ১২০০ টাইপ চুল্লি সুবিধার টার্বাইন আইল্যান্ড প্রস্তুতকারী একক প্রতিষ্ঠান। এটি পারমাণবিক চুল্লি, বাষ্প তৈরির জেনারেটর, পাম্পিং ও হিট এক্সচেঞ্জ যন্ত্রসমূহ প্রস্তুত করে।
রাশিয়ান নকশার উপর ভিত্তি করে রূপপুর পারমাণবিক কেন্দ্রের নকশা প্রণয়ন ও নির্মাণ হচ্ছে। এ প্রকল্পে মোট দু’টি ইউনিটের প্রত্যেকটিতে ভিভিইআর ১২০০ টাইপের জেনারেশন থ্রি-প্লাস চুল্লি থাকছে ও প্রত্যেকটি ইউনিটে ১২০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হবে।