পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় পূজা আর্চনা ও পূণ্য স্নানের মধ্যদিয়ে রাস উৎসব উদযাপিত হয়েছে। আজ সোমবার সকালে শিববাটী রাস মন্দির প্রাঙ্গনে পৌরসভার ৭টি মন্দির এ রাস মেলার আয়োজন করে।
রাস মেলা উদযাপন কমিটির আহবায়ক সন্তোষ কুমার সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা পূজা পরিষদ নেতা রমেন্দ্রনাথ সরকার, ঐক্য পরিষদের জেলা নেতা এ্যাডঃ অজিত কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, আসমা আহম্মেদ, কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান।
বক্তব্য রাখেন, অনিতা রানী মন্ডল, জগদীশ চন্দ্র রায়, ইলিয়াস হোসেন, শাহিদা খাতুন, বাসন্তী মন্ডল, সুজন বৈদ্য, মৃণাল কান্তি ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।
