রিয়াল মাদ্রিদের অপেক্ষা ফুরাতে পারে আজ রাতেই
স্পোর্টস ডেস্কঃ
স্প্যানিশ লা লিগায় রাতে নিজ নিজ ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। রাত সোয়া ৮ টায় সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজকে আতিথ্য দেবে রিয়াল। আর রাত সাড়ে ১০ টায় মন্টিলিভি স্টেডিয়ামে জিরোনার মুখোমুখি হবে বার্সেলোনা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বিকেল সাড়ে ৫ টায় ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে খেলবে আর্সেনাল। অন্য ম্যাচে রাত সাড়ে ১০ টায় ইতিহাদে উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।
এবারের মৌসুমে ফর্মের তুঙ্গে আছে রিয়াল। ৩৩ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে টেবিল টপার তারা। শিরোপা রেসে অন্যদের চেয়ে বেশ এগিয়ে আনচেলত্তি শিষ্যরা। সবশেষ পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়েছে তারা। তাই এই ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কাদিজের বিপক্ষে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না লস ব্লাঙ্কোসরা।
এদিকে এবারের মৌসুমে শিরোপা রেস থেকে বেশ খানিকটা পিছিয়ে বার্সেলোনা। মৌসুমের শুরুটা ভালো হলেও মাঝপথে খেই হারায় তারা। সবশেষ পাঁচ ম্যাচে এক হারের বিপরীতে চার জয় তুলে নিয়েছে কাতালানরা। ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে তারা।
অন্যদিকে এবারের মৌসুমের সবচেয়ে বড় চমক জিরোনা। শুরু থেকেই একের পর এক বড় দলগুলোকে হারিয়েছে তারা। ৭১ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মিগুয়েল সানচেজ শিষ্যরা। তাই এই ম্যাচে জিতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য থাকবে দুদলের।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে জমে ওঠা শিরোপা লড়াইয়ের অন্যতম দাবিদার আর্সেনাল। এখন পর্যন্ত ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। তাই এই ম্যাচে বোর্নমাউথকে হারিয়ে শীর্ষস্থান আরো শক্ত করার লক্ষ্য থাকবে গানারদের।
অন্য ম্যাচে ঘরের মাঠে উলভারহ্যাম্পটনকে আতিথ্য দেবে ম্যানসিটি। এবারের মৌসুমের শিরোপার লড়াইয়ে বেশ ভালোভাবে টিকে আছে সিটিজেনরা। আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে তারা। সবশেষ পাঁচ ম্যাচের সবগুলোতে জয় পেয়েছে গার্দিওলা শিবির। তাই এই ম্যাচে জিতে শিরোপার দিকে আরো এক ধাপ এগিয়ে যেতে চাইবে হালান্ড ডি ব্রুইনারা।