১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

শাহবাজপুর চান্দপুর রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে নামাজ পড়ছেন মসল্লিগণ সকলের সহযোগিতা কামনা 

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ৫, ২০২১
150
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
মোঃইবাদুর রহমান জাকিরঃ মৌলভীবাজারের বড়লেখা,উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত উত্তর চান্দপুর বায়তুল জান্নাত জামে মসজিদ”  গ্রামের একমাত্র জামে মসজিদ।
মুসল্লিদের নামাজের স্থান সংকুলন না হওয়ায় মসজিদটি প্রসারিত করার লক্ষ্যে পুনঃনির্মাণের প্রয়োজন হয়। তিন বছর পূর্বে মসজিদটি নির্মানের জন্য কাজ শুরু করেন, গ্রামটি পাহাড়ি এলাকায় অবস্থিত গ্রামের লোকজন বেশীরভাগ দিন মজুর হওয়াতে মসজিদের কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছেনা। রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে নামাজ পড়া শুরু করেন মুসল্লীগণ।
৮০০০ বর্গফিট জায়গার উপর ২ তলা বিশিষ্ট মসজিদের প্লান করা হয়। ব্যয় ধরা হয় ২ কোটি টাকা। ১ম তলা সম্পুর্ণ করতে ১ কোটি টাকা প্রয়োজন।
আরও পড়ুন >>>আটক ছাত্রনেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ
গত (৩০ জানুয়ারী ) ২০১৮ইং  সমজিদ ভবনের ভিত্তি প্রস্তর ও স্থাপন করেন গ্রামের লোকজন। ৪ বছর অতিবাহিত হয়ে গেলেও গ্রামবাসী মসজিদের কাজ করতে পারছেন না, এমতাবস্থায় উত্তর চান্দপুর গ্রামবাসী বিপাকে পড়েন, এ পর্যন্ত ১০ লক্ষ টাকার কাজ হয়েছে। ১ম তলার ছাদ  ঢালাইসহ ও অবকাঠামো  কাজ সমাপ্ত করতে আরোও ৯০ লক্ষ টাকার প্রয়োজন।
টাকার অভাবে মসজিদের ছাদ  ঢালাই ও অবকাঠামো নির্মাণ কাজ থেমে যেতে পারে। ১ম তলার মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি, ২ তলা পর্যন্ত মোট লাগবে ২ কোটি। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুল জব্বার বলেন, আমদের গ্রামের মসজিদে মুসল্লিদের নামাযের জায়গা সংকুলন হচ্ছে না তাই মসজিদ নির্মাণে আগ্রহী পূর্বক মসজিদটি ভাংগি ও দালান নির্মাণ শুরু করি কিন্তু দানের পরিমাণ কম থাকায় মসজিদের কাজ চালানো সম্ভব হচ্ছে না।
সেক্রেটারি মোঃ সুনাম উদ্দিন ও সহঃসেক্রেটারী মোঃ মাসুম আহমদ, বলেন বিভিন্ন দেশে অবস্থানরত শাহবাজপুর ইউনিয়ন তথা বড়লেখা-বিয়ানীবাজার উপজেলার সকল প্রবাসীদের আহ্বান করেতেছি মুক্ত হস্তে মসজিদে দান করার জন্য ।
প্রবীণ মুরব্বি বীর মুক্তিযোদ্ধা ছলিম উদ্দিন, শাহাব উদ্দিন সাবু, সিরাজ উদ্দিন সিরাই, ইব্রাহীম আলী, নিস্তার আলী, সিরাজ উদ্দিন,  মখলিছ আলী (অকু) তাহারা বলেন জীবিত অবস্থায় মসজিদটি সম্পূর্ণ দেখার আশাবাদী আমরা।
এছাড়া মসজিদ কমিটির সদস্য আশিক উদ্দিন, আফতাব আলী,মনির আলী, রাহিম আহমদ,সিকন্দর আলী,রুহেল আহমদ, শাহাব উদ্দিন, জুয়েল আহমদ, হাফিজ জহির আহমদ, জুয়েল আহমদ, মামুনুর রশীদ, আব্দুল হান্নান, সৌকত আহমদ,আব্দুল হামিদ প্রমূখ।
 দেশ-বিদেশের সকল সেচ্ছাসেবী,সামাজিক সংগঠন,প্রবাসী ও দেশীসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সদকা প্রেরণ ও সার্বিক যোগাযোগ
হিসাব নংঃ-২০৫০৭৭৭০২৮৮২৭৩৭০৬
ইসলামী ব্যাংক বাংলদেশ লিঃ
উত্তর চান্দপুর বায়তুল জান্নাত জামে মসজিদ
শাহবাজপুর এজেন্ট ব্যাংকিং, বড়লেখা,মৌলভীবাজার।
বিকাশ পার্সোনালঃ ০১৮১২৬৩১৯১২
সভাপতি মোবাঃ ০১৬১০৬৫৭৩৬১
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram