বানারীপাড়ায় বিধি-নিষেধ অমান্য করায় জরিমানা
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুলাই ৯, ২০২১
84
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি,বরিশালঃ বরিশালের
বানারীপাড়ায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সর্বাত্মক লকডাউনে সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে বন্দরবাজারের ৪ জনকে অর্থদণ্ড করা হয়।
শুক্রবার (৯ জুলাই) বিকাল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা'র নেতৃত্বে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে তাকে সহযোগিতা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম।
এ সময় বানারীপাড়া পৌর শহরের বন্দরবাজারে বিকাল ৫টার পরে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৪টি মামলায় ৪ জন ব্যবসায়ীকে মোট ১ হাজার ২শত টাকা অর্থদণ্ড করা হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউন কার্যকর করতে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান চলবে।
এদিকে প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।
গরম খবর