মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মাত্র এক মাসের ব্যবধানে লঘুচাপের প্রভাবে অতি বর্ষন ও জোয়ারের পানি উপচে পড়ে ঘের ও পুকুর ভেসে গেছে। এতে মৎস্য খামারিদের ব্যপক ক্ষতি হয়েছে। হটাৎ করে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে বৃষ্টি হয়েছে।
এর পাশাপাশি পূর্ণিমার জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে বেড়িবাঁধ ভেঙ্গে প্রায় সাড়ে ৬ শতাধিক ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। এতে ৪ কোটি টাকার ও বেশি ক্ষতি হয়েছে বলে রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে।
আরও পড়ুন>>>নড়াইলে পরীক্ষায় প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ
সিনিয়র মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস বলেন আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ অব্যাহত রেখেছি। উপজেলার ১০ ইউনিয়নের লিফদের মাধ্যমে ও আমরা সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করছি।
লঘুচাপের প্রভাবে কোটি টাকার ক্ষতি
প্রাপ্ত তথ্যে জানা গেছে ৬৫০ টি ঘের ও পুকুর ভেসে গেছে। এতে চিংড়ি ভেসে গেছে ৪২ টান। সাদা মাছ ভেসে গেছে ৪৬ টান। বাগদাদ ও গলদা চিংড়ির পোনা ভেসে গেছে ৩৮ লক্ষ। রুই ও কার্প জাতীয় মাছের পোনা ভেসে গেছে প্রায় ২ লক্ষ। অবকাঠামোর ক্ষতি হয়েছে প্রায় ৫৬ লক্ষ টাকার মতো। সর্ব মোট ৪ কোটি টাকার ও বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।
লঘুচাপের প্রভাবে কোটি টাকার ক্ষতি
তিনি জানান এক মাসের ব্যবধানে চাষিরা ২য় বার ক্ষতির সম্মুখীন হওয়ায় বিরাটভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
