রিপন বিশ্বাস,(নড়াইল) কালিয়া প্রতিনিধি: নড়াইলের লােহাগড়ায় একটি তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । দমকল বাহিনীর দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে ।
তথ্য সূত্রে জানাজায় গতসােমবার রাত ৯ টার দিকে লােহাগড়া উপজেলা শহরের থানা সংলগ্ন এলাকায় মিজানুর রহমানের তুলার কারখানায় বিদ্যুতের শর্ট সার্কিট অগ্নিকান্ডের ঘটনা ঘটলে কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সারাগােডাউনে ৷
এসময় আশেপাশের লােকজন এগিয়ে এসে আগুন নেভানাের চেষ্টা করে । খবর পেয়ে লােহাগড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানাের কাজ শুরু করে ঘন্টাব্যাপী চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে ৷
লােহাগড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মাসুদ রানা জানান , দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ! তবে আগুন আশেপাশে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা ছিলাে ।
আরও পড়ুন:
নড়াইলে হাসপাতাল নির্মাণে বাঁধা এলাকায় উত্তেজনা
যশোর শহরতলী বিরামপুর গ্রামের সাগর ছুরিকাঘাতে খুন
যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা
যশোরে জানালা ভেঙে আট ৮ বন্দি পলাতক
