পরিবার ও মামলার এজাহার সুত্রে জানা গেছে , কালিয়া উপজেলার আমতলী গ্রামের হাসমত শেখ ৪৫ দিন বয়সের ১ টি মেয়ে রেখে মারা যায় ।
পরবর্তীতে মৃত হাসমত শেখের স্ত্রী নুরনাহার তার মেয়েকে নিয়ে লােহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন কোলা গ্রামের গফফার বিশ্বাসের সাথে ২য় বিবাহ করেন।
বিবাহের পর নুরনাহারের মেয়ে বড় হতে থাকে ।
এদিকে নুরনাহারের ২ য় স্বামী লম্পট গফফার বিশ্বাসের কুনজর পড়ে ওই সৎ মেয়ের প্রতি । প্রায়ই গফফার বিশ্বাস মেয়েকে যৌন হয়রানীর চেষ্টা করে আসছিল ।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযােগে গফফার ( ৭০ ) সৎ মেয়েকে যৌন নিপীড়নের চেষ্টা করে ।
মেয়েটি ঘটনা তার মাকে খুলে বললে মা ও মেয়ে সন্ধ্যায় লােহাগড়া থানায় এসে মেয়ে বাদি হয়ে সৎ বাবাকে আসামী করে মামলা দায়ের করেন । (মামলা নং ১১ , তাং ১১-২-২১) ।
লােহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন , অভিযুক্ত গফ্ফার বিশ্বাসকে আটক করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানাে হয়েছে । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।