১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

লোহাগড়ায় নবগঙ্গা নদী খননে , ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
নভেম্বর ৭, ২০২০
168
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন | ছবি : ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

রাশেদ জামান,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :     ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই নবগঙ্গা নদী খননের দাবি জানিয়েছে নড়াইল ভূমিহীন অধিকার আন্দোলন কমিটি।

সংগঠনটির নেতারা বলেন, ক্ষতিপূরণ না দিলে খনন কাজ করতে দেওয়া হবে না।  প্রয়োজনে দাবি আদায়ে ক্ষতিগ্রস্তরা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করবে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্র আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বটমূল মঞ্চে আয়োজিত সমাবেশে তারা এই কথা বলেন।

সংগঠনের জেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা শেখ সদর উদ্দীন শামীমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মন্টু ঘোষ, খন্দকার বিল্লাল হোসেন, তুহিন শেখ, জহির শেখ, লিপি বেগম, সোহাগ শেখ, এস এম আব্দুর রউফ, কাউন্সিলর গিয়াস উদ্দীন ভূইয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন নড়াইল জেলা শাখার গবেষক ও আহ্বায়ক খন্দকার শওকত আলী, রেজাউল করিম খান প্রমুখ।

সমাবেশে বক্তারা আরো বলেন, 'আমরাও নদী খননের পক্ষে। নদী থাকলে কৃষি বাঁচবে। কিন্তু অযৌক্তিক ও অন্যায়ভাবে নবগঙ্গা নদী খনন করা হচ্ছে।' বক্তারা আইন প্রক্রিয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান সমাবেশ থেকে।
এর আগে লক্ষ্মীপাশা সংগীত একাডেমীর শিল্পী মিলু ঠাকুরসহ অন্য শিল্পীরা মঞ্চে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram