৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

লোহাগড়ায় পাঁচটি পরিবারকে বসতঘর করে দিলেন মাশরাফি

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ৪, ২০২১
127
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
লোহাগড়ায় পাঁচটি পরিবারকে বসতঘর করে দিলেন মাশরাফি
| ছবি : লোহাগড়ায় পাঁচটি পরিবারকে বসতঘর করে দিলেন মাশরাফি

রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল-২ আসনের সাংসদ ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা নিজের টাকায় নড়াইলের লোহাগড়ায় পাঁচটি পরিবারকে বসতঘর তৈরি করে দিয়েছেন। আজ সোমবার দুপুরে ঘরপাঁচটি পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই ঘর তৈরির কাজ তত্ত্বাবধান করেছেন লোহাগড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল ফকির (ইমরান)। তিনি জানান, ওই পাঁচটি পরিবার হলো উপজেলার পারমল্লিকপুর গ্রামের আজিজুর মোল্লা, বিনা বেগম, তুরকান শেখ, মোতালেব ও আমিন। তাঁরা ভ্যানচালক ও দিনমজুর। দেড় মাস আগে ওই পরিবারগুলোর বসতঘর আগুনে পুড়ে যায়। সাংসদ মাশরাফি তখন সরেজমিনে পরিদর্শন করেন।

এরপর নিজের টাকায় তাঁদের বসতঘর তৈরির সিদ্ধান্ত নেন। তাঁদের পাঁচটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে ঘরগুলো হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুন্সী জোসেফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, লোহাগড়া পৌর যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল, মারুফ হুসাইন, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান ও হৃদয় শেখ প্রমুখ।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram