নড়াইল লোহাগড়ায় ৫ শিক্ষক ভূয়া সনদে চাকুরীতে, খাচ্ছেন সরকারী বেতন-ভাতা
রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় পাঁচ জন শিক্ষক ভূয়া সনদ দিয়ে চাকরী নিয়ে দীর্ঘদিন ধরে সরকারী বেতন ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,লোহাগড়া উপজেলায় অবস্থিত কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এনটিআরসি এর সনদপত্র দিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ২৬৯ জন শিক্ষককের সনদপত্র যাচাই- বাছাই করে ৫ জন সহকারী শিক্ষকের সনদপত্র ভূয়া/ জাল বলে প্রাথমিকভাবে তথ্য প্রমান পাওয়া গেছে ।
এর মধ্যে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক সমলেশ কান্তি রায় লোহাগড়ায় ২০১০ সালে অনুষ্ঠিত এনটিআরসি এর ৬ষ্ঠ ব্যাচের নিবন্ধন পরীক্ষার ভূয়া সনদ দিয়ে চাকরী নেন (যার রোল নং -৩২৩০৬৩৬৮)।
আরও পড়ুন>>> যশোরের মণিরামপুরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল কয়েকটি ইটভাটা
আমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি বিষয়ের সহকারী শিক্ষক আবু মোহাম্মদ মোল্যা ২০০৮ সালে অনুষ্ঠিত এনটিআরসি এর ৪র্থ ব্যাচের নিবন্ধন পরীক্ষার ভূয়া সনদ দিয়ে (যার রোল নং-১১৪১০৭১০)।
ব্রাক্ষনডাঙ্গা সম্মিলনী কারিগরি দাখিল মাদ্রাসার ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী মৌলভী শিক্ষক মোঃ বাসারুল ইসলাম ২০০৬ সালে অনুষ্ঠিত এনটিআরসি এর ২য় ব্যাচের নিবন্ধন পরীক্ষার ভূয়া সনদ দিয়ে (যার রোল নং-৬১০৫০০২৬)।
একই মাদ্রাসার কৃষি বিষয়ের সহকারী শিক্ষক মোঃ আবু জাবেদ ২০০৬ সালে অনুষ্ঠিত এনটিআরসি এর ২য় ব্যাচের নিবন্ধন পরীক্ষার ভূয়া সনদ দিয়ে (যার রোল নং-৩১০৯০১৮৬)।
এবং জালালসী নওয়াপাড়া দাখিল মাদ্রাসার কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক কাজী মনিরুল ইসলাম ২০০৮ সালে অনুষ্ঠিত এনটিআরসি এর ৪র্থ ব্যাচের নিবন্ধন পরীক্ষার ভূয়া সনদ দিয়ে চাকরী নেন(যার রোল নং-১২১১০৭৯৩)।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া জানান, প্রাথমিকভাবে উক্ত পাঁচজন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ ভূয়া প্রতিয়মান হয়েছে । তাদের বিস্তারিত তথ্য চূড়ান্তভাবে যাচাইয়ের জন্য গত ১৩ ডিসেম্বর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরন করা হয়েছে । চূড়ান্তভাবে অভিযোগ প্রমানিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন>>>
মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু
নড়াইলে চোরাইকৃত মোবাইল ফোনসহ ১জন গ্রেফতার
I was examining some of your articles on this site and I believe this internet site is real informative!
Continue putting up.Expand blog