রাশেদ জামান,লোহাগড়া (নড়াইল) থেকে: নড়াইলের লোহাগড়ায় এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদ মোল্লা নামের ওই বৃদ্ধের বাড়ি উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে। রোববার সকালে পুলিশ তাঁকে আটক করে। এ ঘটনায় মামলা হওয়ার পর দুপুরে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, যৌন নিপীড়নের শিকার ১০ বছর বয়সী ওই শিশু তৃতীয় শ্রেণিতে পড়ে। গত শনিবার রাত ১০টার দিকে বাড়ির লোকজন বাইরে গেলে সুযোগ বুঝে প্রতিবেশি শিশুটির বাড়িতে ওই বৃদ্ধ যৌন নিপীড়ন করে। এ ঘটনা জানাজানি হলে গতকাল রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে এর সত্যতা পেয়ে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল দুুপরে ওই শিশুর মা থানায় মামলা করেছেন।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘ওই বৃদ্ধকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
