লোহাগড়ায় সরকারী গাছ কর্তন, ইউপি ভূমি সহকারী কর্মকর্তাকে মারপিট
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া শহরের কচুবাড়িয়া গ্রামে সরকারী জায়গা থেকে ৫টি মূল্যবান বৃক্ষ কর্তন করেছে একদল দূর্বৃত্ত। খবর পেয়ে ইউপি ভূমি সহকারী কর্মকর্তা মোল্যা হায়দার আলী সরেজমিনে পরিদর্শনে গেলে ওই দূর্বৃত্তরা তাকে বেধড়ক মারপিট করে আহত করে। লোহাগড়ায় সরকারী গাছ কর্তন লোহাগড়ায় সরকারী গাছ কর্তন
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের জানান, গত শুক্রবার (২০ নভেম্বর) কচুবাড়িয়া গ্রামের মৃত ষষ্ঠী কর্মকারের ছেলে সাধন কর্মকারের নেতৃত্বে শিব কর্মকার, গৌর কর্মকার, ভক্ত কর্মকার, সুব্রত কর্মকার সহ ৫/৭ জনের একদল দূর্বৃত্ত কচুবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সরকারী জায়গা থেকে ৫টি মূল্যবান গাছ কেটে বিক্রি করে দেয়। গাছ কাটার খবর পেয়ে শনিবার সকালে তিনি ঘটনাস্থলে পৌছালে কিছু বুঝে ওঠার আগেই ওই দূর্বৃত্তরা তার ওপর চড়াও হয়ে বেধড়ক মারপিট করে । এ সময় তার কাছে থাকা ১৫ হাজার ৭ শত সাতাত্তর টাকা দূর্বৃত্তরা ছিনিয়ে নেয়। এ ছাড়া দূর্বৃত্তরা একটি মৌজা ম্যাপ ছিড়ে ফেলে। এ নিয়ে বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হবে না মর্মে তাকে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরো পড়ুন:
মানহীন ও নষ্ট সার বাজারজাত করছে নোয়াপাড়া গ্রুপ
ডোকলামের কাছেই গ্রাম তৈরি করছে চীন, চিন্তা বাড়ছে ভারতের
৭৩ বছরের ফুল হুজুর বিয়ে করলেন ২৩ বছরের মুরিদকে
মর্গের মৃত নারী ধর্ষক ডোম মুন্না গ্রেফতার
পৌরসভায় প্রথম ধাপের ভোট ইভিএমে
রক্ত দিয়ে ‘এ প্লাস আর’ লিখে যশোরে এক গৃহবধূর আত্মহত্যা
শিশুদের বাঁচাতে করোনাকালে ৪২ লিটার বুকের দুধ দান করলেন এই নারী