শার্শায় গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

শার্শায় গাঁজা

বায়েজীদ হোসেন: যশোরের শার্শায় ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ই নভেম্বর) সন্ধ্যায় শার্শা থানার ছোট মান্দারতলা গ্রাম থেকে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন সরবাংহুদা (মাঠপাড়া) গ্রামের মৃত: আ: সামাদ মীরের ছেলে জিন্নাত মিয়া (৫৪) ও কোতয়ালী থানার মৃত নুর মোহাম্মদের ছেলে এসকেন্দার আলী (৪৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শার্শা থানার ছোট মান্দারতলা গ্রামস্থ বাহাদুরপুর টু ছোট মান্দারতলাগামী রোডের নবিছ উদ্দিনের চায়ের দোকানের সামনে থেকে মাদক কারবারিদের কাছে তল্লাশী করে মাদকসহ আটক করা হয়।

এএসআই আ: কুদ্দুছ হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে, অভিযান চালিয়ে ৪ পোটলায় ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারিদের আটক করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here