১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

শাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ২৪, ২০২৪
24
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সংগৃহিত
| ছবি : সংগৃহিত

ডেস্ক রিপোর্ট: যশোরে শাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আজিজ  সদর উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে। নিহত ছায়েরা খাতুন একই গ্রামের মহিউদ্দিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি ভীম সেন দাস।

মামলা সূত্রে যানা যায়, সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আজিজের ছেলের সাথে নিহত ছায়েরার মেয়ে ইসমিনের বিয়ের কথা ঠিক ছিলো। এরমধ্যে আজিজ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নিজেই ইয়াসমিনকে বিয়ে করে। যা মেনে নেয়না ইয়াসমিনের পরিবার। একপর্যায় হত্যাসহ বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে মেনে নিতে বাধ্য করেন।

এরপর থেকে আজিজ ইয়াসমিনদের বাড়িতে অবস্থান করেন। কয়েকদিন পর ব্যাংক থেকে টাকা লোন নেয়ার কথা বলে শাশুড়ি ছায়েরা বেগমের কাছে জমির দলিল ও পর্চা চান। কিন্তু ছায়রা দিতে রাজি হয়না। এ নিয়ে গোলোযোগ বাধে এমনকি প্রকাশ্যেই হত্যাসহ নানা ধরনের হুমকি দেয় আজিজ। সর্বশেষ ২০১০ সালের ১৯ জুলাই রাতে ঘরের ভেতরে ঘুমাতে যান জেসমিন ও আজিজ। অন্যদিকে বারান্দার খাটে ঘুমাই ছায়রা বেগম ও তার স্বামী।

মধ্যরাতে আজিজ বাইরে বের হয়ে ছায়রাকে ডেকে নেয়। এরপর রান্নাঘরের পেছনে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ছায়রার গলায় গামছা পেচিয়ে পাশের একটি আমগাছের ডালে লাশ ঝুলিয়ে দেয়। পরবর্তিতে সকলের কাছে প্রচার করা হয় ছায়রা আত্মহত্যা করেছে। কিন্তু ছায়রার ময়নাতদন্ত রিপোর্টে উঠে আশে ছাইরাকে হত্যা করা হয়েছে। এঘটনার একমাস পর ২৪ আগস্ট ছায়রার ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে আব্দুল আজিজের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্তে উঠে আসে জমির দলিল না দেয়ার ক্ষোভে শাশুড়িকে হত্যা করেছে আজিজ। তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার তৎকালীন এসআই ওহেদুজ্জামান আব্দুল আজিজকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। মঙ্গলবার রায় ঘোষনার দিনে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। আজিজ পলাতক থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram