শাহবাগে শিবিরের বিক্ষোভ; আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচারের দাবি

স্বাধীন কন্ঠ ডেস্ক: আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জুলাই গণহত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার শাহবাগে এক গণসমাবেশে শিবির নেতারা এই ঘোষণা দেন।
এর আগে, জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশে শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, "ছয় মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগের বিচার শুরু হয়নি। এই ফ্যাসিবাদী শাসনের অবসান এবং রাজনৈতিক বন্দিদের হত্যার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।"
তিনি আরও বলেন, "জনগণকে উন্নয়নের নামে প্রতারিত করে আওয়ামী লীগ লুটপাট, হত্যা, গুম-খুন চালিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদী শক্তির বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।"
শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, "আমরা ভেবেছিলাম, আওয়ামী লীগের হত্যাযজ্ঞের বিচার দ্রুত হবে। কিন্তু এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এখনও আমাদের ভাইদের হত্যা করছে। আমরা আর চুপ থাকবো না।"
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, "২০০৬ সাল থেকে শিবির তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে। ভবিষ্যতেও যদি কেউ এই ফ্যাসিবাদকে রক্ষা করতে চায়, তবে শিবির তাদের বিরুদ্ধেও সংগ্রাম চালিয়ে যাবে।"
বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শাহ