৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোার অভয়নগরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক-১

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ১৭, ২০২১
133
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
শিশুকে-ধর্ষণচেষ্টা-বৃদ্ধ-আটক
প্রতিকী ছবি | ছবি : শিশুকে-ধর্ষণচেষ্টা-বৃদ্ধ-আটক

যশোর অফিস : যশোরের অভয়নগরে পাঁচ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আব্দুল জলিল মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় গত শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেছেন।

রোববার (১৭ জানুয়ারী )ম্যাজিস্ট্রেটের সামনে ২২ ধারায় শিশুটির জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

আটক জলিল মোল্লা যশোর সদর উপজেলার রামনগর গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে। তিনি অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকার লাল্টুর বাড়িতে ভাড়া থাকেন।

আরও পড়ুন>>>যশোরের মণিরামপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (১১ জানুয়ারি) সকাল নয়টার দিকে ভুক্তভোগী শিশুটি (৫) আরেকটি শিশুর (৮) সাথে বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। এ সময় আব্দুল জলিল মোল্লা পাঁচ টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে যান।

এরপর তিনি তাকে ধর্ষণের চেষ্টা চালান। ওই শিশুর মা তাকে খুঁজতে গিয়ে লাল্টুর ঘরের মধ্যে খাটের ওপর মেয়েকে দেখতে পান। পরে জলিল মোল্লা দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন>>>যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় আব্দুল জলিল মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন>>>খুলনায় সাংবাদিক পান্নুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram