প্রিয়াংকা ঘরামী, ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠিতে শিশুদের সাথে ভালোবাসা ভাগাভাগি করে নিয়েছে দুরন্ত ফাউন্ডেশন।
" শিশুদের হাসি, ভালোবাসা দিয়ে আগলে রাখি"
প্রতিপাদ্য বিষয়ে পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্ত কালের শুরু ও বিশ্বভালোবাসা দিবস উপলক্ষে শিশুদের ক্রিড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবির উৎসব ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
রোববার(১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী ঝালকাঠির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ব্যতিক্রমী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌর কাউন্সিলর ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বনিক সমিতির পরিচালক মতিউর রহমান, প্রেসক্লাব সাধারন সম্পাদক এডভোকেট আক্কাস সিকদার, এনটিভি স্টাফ রিপোর্টার কেএম সবুজ, সাংবাদিক আতিকুর রহমান।
দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসেন মৃধা অনিকের সভাপতিত্বে পরিচালনা করেন জেলা শাখা সভাপতি শরিফুল ইসলাম। এসময় শতাধিক শিশুরা উপস্থিত ছিলেন।