শার্শার বাজারগুলোতে শীতকালীন সবজির দাম নিম্নমুখী

শীতকালীন সবজির দাম

ডেস্ক রির্পোট: যশোরের শার্শা উপজোলর বিভিন্ন বাজার গুলোতে শীতের শুরু থেকেই শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। বাজারে ব্যাপকহারে শীতকালীন সবজি আমদানি হওয়ায়, কমদামে কেনার স্বাদ পেতে শুরু করেছে সাধারণ মানুষ। সেই সাথে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

শার্শায় বাজার করতে আসা আব্দুল নামে এক ক্রেতা বলেন, কিছুদিন আগেও যেখানে, যেসব সবজি কিনেছি ৬০ টাকা, তা এখন কমে ৩০/৩৫ টাকায় বিক্রি হচ্ছে। মোটামুটি হারে সব তরকারির দামই এখন কিছুটা হলেও নাগালের মধ্যে। কারন শীতকালীন সময়ে বাজারে শীতের সবজির অনেক আমদানি হচ্ছে। ফলে আমাদের মত সাধারণ মানুষেরা অনেকটা স্বাচ্ছন্দ্য পাচ্ছে।

বেনাপোল বাজারের তরকারি বিক্রেতা আব্দুর রহমান ও বাগআঁচড়া বাজারের মমিনুর রহমান ও শংকরপুর ফেরিঘাট বাজারের ব্যাবসায়ী ফজলু রহমান বলেন, শীত পড়াতে বাজারে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। আর দাম কম হওয়াতেই বিক্রি বেচাকেনাও ভালো হচ্ছে।

ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন ফেরিঘাট বাজার কমিটির সভাপতি জাহিদ হাসান পলাশ বলেন, প্রতিটা তরকারির দাম ২০ থেকে ২৫ টাকা হারে কমেছে। ৬০ টাকার বেগুন ৩০/৩৫ টাকা, ৪০ টাকার ফুলকপি ২০ টাকা, ৬০ টাকার উচ্চে ৪০ টাকা, ১০ টাকার পালনশাক ৫/৬ টাকা সহ প্রায় সব তরকারির দামই কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here