১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

শীতকালেই কেন বিয়ের সেরা সময়? জানুন কারণগুলো

প্রতিনিধি :
Shadhin Kantho
আপডেট :
জানুয়ারি ৪, ২০২৫
58
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
Oplus_131072 | ছবি : 

স্বাধীন কন্ঠ ডেস্ক: বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে বিয়ের আয়োজন বেশি দেখা যায়। এটি কেবল একটি প্রবণতা নয়; বরং এ সময়ে বিয়ে করার রয়েছে বাস্তবিক অনেক সুবিধা। ছুটির আমেজ থেকে শুরু করে আরামদায়ক সাজগোজ ও খাবারের ব্যবস্থাপনা—সব মিলিয়ে শীতকালকে বিয়ের উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হয়।

শীতকালে বিয়ে করার প্রধান কারণগুলো:

১. সাজগোজে দীর্ঘস্থায়ী আকর্ষণ

বিয়ের সবচেয়ে আলোচ্য বিষয় কনের সাজগোজ। শীতকালে ঘামের ঝামেলা না থাকায় মেকআপ দীর্ঘক্ষণ সুন্দর থাকে। রাতে বিয়ের লগ্ন হলেও রূপটানের স্থায়িত্ব নিশ্চিত হয়। ফলে কনে তার আকর্ষণ ধরে রাখতে পারেন সহজেই।

২. জমিয়ে খাওয়া-দাওয়া

বিয়েবাড়ির খাবার মানেই তেল, ঝাল আর মসলাযুক্ত মেন্যু। শীতকালে শরীর এই খাবার সহজে হজম করে, যা গ্রীষ্মের সময় অনেকের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। তাই অতিথিরা নিশ্চিন্তে খেতে পারেন।

৩. বিদ্যুতের খরচ কমানো সম্ভব

শীতের সময়ে ফ্যান বা এসির প্রয়োজন না থাকায় বিদ্যুৎ সাশ্রয় হয়। একইসঙ্গে খাবার সংরক্ষণ সহজ হওয়ায় নষ্ট হওয়ার ঝুঁকিও কমে। এতে আয়োজকরা আর্থিকভাবে উপকৃত হন।

৪. বাহারি ফুলের সহজলভ্যতা

শীতের মৌসুমে গাঁদা, ডালিয়া, গোলাপসহ নানা ফুল সহজলভ্য। এসব ফুল দিয়ে বিয়ের ডেকোরেশনে আনা যায় আলাদা মাত্রা। ফুলের প্রাপ্যতা বেশি থাকায় খরচও তুলনামূলক কমে।

৫. পোশাকে ভিন্নতার সুযোগ

শীতকালে ভেলভেট, সিল্কের মতো ভারী ও জমকালো পোশাক পরা যায়, যা গরমকালে কল্পনাও করা যায় না। বিয়ের অতিথি ও কনে উভয়ের জন্যই এটি বাড়তি আনন্দের বিষয়।

উৎসবমুখর পরিবেশে সবার উপস্থিতি

শীতকাল মানেই ছুটির আমেজ। স্কুল, কলেজের ছুটি থেকে শুরু করে উৎসবের আবহে পরিবার ও বন্ধুদের একত্রে পাওয়া যায় সহজেই। এতে বিয়ের আনন্দ কয়েক গুণ বেড়ে যায়।

সবমিলিয়ে, শীতকাল বিয়ের জন্য শুধু আরামদায়কই নয়, বরং বাস্তবিক দিক থেকে সাশ্রয়ী ও উপযুক্ত সময়। তাই পরিকল্পনায় বিয়ে থাকলে শীতকালই হতে পারে আপনার সেরা পছন্দ।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram