বেনাপোলে সাংবাদিকের সহধর্মিণী বিয়োগে শোক সভা অনুষ্ঠিত
নয়ন হালদার,(যশোর) বেনাপোল: দৈনিক বেনাপোল পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার যশোর জেলা সভাপতি শাহাবুদ্দিন গোলদারের সহধর্মিণী পারভিনা বেগম এর অকাল মুত্যুতে আজ সোমবার সকাল ১১ টার সময় জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলার বেনাপোল কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাশার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মারুফের পরিচালনায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার যশোর জেলা কমিটির সভাপতি শাহাবুদ্দিন গোলদার, শার্শা উপজেলার সিনিয়র সহ: সভাপতি আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদ্বীন বাবু, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক নয়ন হালদার, অর্থ বিষায়ক সম্পাদক শাহ আলম খান, প্রচার সম্পাদক বাবুল হোসেন, বায়েজীদ হোসেন, ইমরান প্রমুখ।
শোক সভায় জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি বলেন, মরহুমার এ অকাল মৃত্যু খুবই কষ্টদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমাকে জান্নাতবাসী করুক।
এসময় দৈনিক বেনাপোল পত্রিকার নির্বাহী সম্পাদকের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাতে পারভিনা বেগমের ব্রেন স্ট্রোক হয়। তাকে যশোরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৬ টায় তিনি মৃত্যু বরণ করেন।