২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
shadhin kanto

সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে পাইকগাছা লতার ধলাই

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
নভেম্বর ১৭, ২০২০
11
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সংস্কারের অভাবে জরাজীর্ণ
| ছবি : সংস্কারের অভাবে জরাজীর্ণ
আটকানো যাচ্ছে না জোয়ারের পানি; দ্রুত সংস্কারের দাবী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার লতা ইউনিয়নের বদ্ধ পোদা নদীর ওপর সরকারি স্লুইচ গেটটি দীর্ঘদিন জরাজীর্ণ হয়ে পড়েছে। গেটের ইট গুলো ধ্বসে ধ্বসে পড়ছে। লোহার দুটি পাটও নষ্ট হয়ে গেছে। যার ফলে জোয়ারের পানি অবাধে পোল্ডার অভ্যন্তরে ঢুকছে। জোয়ারের পানিতে প্রতিনিয়ত এলাকার রাস্তা-ঘাট তলিয়ে এবং মৎস্য ঘের তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। স্লুইচ গেটটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। সংস্কারের অভাবে জরাজীর্ণ সংস্কারের অভাবে জরাজীর্ণ সংস্কারের অভাবে জরাজীর্ণ

উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের ১৮/১৯ নং পোল্ডারে লতা ইউনিয়নের গয়েশার খাল হয়ে বদ্ধ পোদা নদীর ওপর ধলাই এলাকায় সরকারি একটি স্লুইচ গেট রয়েছে। ধলাই, লতা, পুতলাখালী, আধার মানিক, কাজীর চক, শচিয়ার বন্দ, তেতুলতলা ও হালদার চক সহ ইউনিয়নের ১৮টি গ্রামের পানি নিষ্কাসন হয়ে থাকে অত্র গেট দিয়ে।

ষাটের দশকে নির্মিত গেটটি দীর্ঘদিন সংস্কার না করার ফলে জরাজীর্ণ হয়ে পড়েছে। গেটের অধিকাংশ অবকাঠামো নষ্ট হয়ে গেছে। লোহার দুটি পাটও নষ্ট হয়ে যাওয়ায় এলাকাবাসী বিকল্প দুটি পুরাতন পাট লাগিয়েছে। কিন্তু কোন ভাবেই পুরাতন পাটে পানি আটকানো যাচ্ছে না। যার ফলে জোয়ারের পানি অবাধে পোল্ডার অভ্যন্তরে প্রবেশ করছে। খালের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পানি প্রবেশ করায় উপচে পড়া পানিতে খালের দু’ধারের রাস্তা ও এলাকার মৎস্য ঘের প্রতিনিয়ত তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

আরো পড়ুন: করোনাভাইরাস: ৫৭ দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

ইসহাক আলী সরদার জানান, ৫ বছরেরও বেশি সময় অত্র স্লুইচ গেটটি জরাজীর্ণ হয়ে রয়েছে। এটি দীর্ঘদিন সংস্কার না করার ফলে পানি প্রবেশ বন্ধ করা যাচ্ছে না। সবুর গাজী জানান, গেটের পাশেই আমরা বসবাস করি। এ জন্য জোয়ারের পানি প্রতিনিয়ত আমাদের বাড়ী ঘর তলিয়ে যায়। মাহবুব গাজী জানান, খালের দু’ধারের রাস্তার বিভিন্ন স্থান তলিয়ে যাওয়ায় যাতায়াতে আমাদের চরম ভোগান্তি হয়। আফসার সরদার জানান, জোয়ারের পানিতে প্রতিনিয়ত মৎস্য ঘের তলিয়ে গিয়ে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইউনিয়ন পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি সনজিত সরকার জানান, ধলায় স্লুইচ গেট, বদ্ধ পোদা নদী এবং গয়েশার খাল অত্র এলাকার প্রাণ। এলাকার ১৮টি গ্রামের পানি নিস্কাসন হয়ে থাকে অত্র স্লুইচ গেট দিয়ে। গেটটি দীর্ঘদিন সংস্কার না করায় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের প্রাণের দাবী জনগুরুত্বপূর্ণ গেটটি দ্রুত সংস্কার করা হোক। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন জানান, গেটের লোহার পাট দুটি পরিবর্তন করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। মূলত পাউবো’র যান্ত্রিক বিভাগ পাট সাপ্লাই করে থাকে। এ সংক্রান্ত ফান্ড বরাদ্দ না হওয়ায় পাট পরিবর্তনের বিষয়টি আটকে রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এ সংক্রান্ত চাহিদা দিলে তা প্রস্তাব আকারে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে বলে গেট সংস্কার সংক্রান্ত প্রসঙ্গে পাউবো’র এ কর্মকর্তা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram