সড়ক দূর্ঘটনায় কেড়ে নিলো ১২ দিন বয়স্ক নবজাতকের পিতৃস্নেহ
প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
আগস্ট ২২, ২০২৪
20
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
ডেস্ক রিপোর্টঃ যশোরে সড়ক দূর্ঘটনায় কাজী শাহারিয়াল হোসেন স্বাধীন(২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ভেকুটিয়া এলাকার কাজী শাহাদৎ হোসেনের ছেলে। নিহত স্বাধীন পেশায় একজন এনজিও কর্মী ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ থেকে ফেরার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কে মোবারকগঞ্জ চিনিকলের সামনে দূর্ঘটনার কবলে পড়েন তিনি। জাগরণী চক্র ফাউন্ডেশন ঝিনাইদহ শাখায় কর্মরত ছিলেন। কাজের সুবাধে ঝিনাইদহ থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি ঘাতক ট্রাকের সাথে তার ব্যবহৃত মটরসাইকেল সংঘর্ষ ঘটে। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত স্বাধীনের ১২ দিন বয়সের একটা কন্যা সন্তান রয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকাতে মরদেহ পরিবারের কাছে হন্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
গরম খবর