৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে ঘুরছেন এক বিসিএস নারী কর্মকর্তা

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ২৪, ২০২১
134
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে নারী কর্মকর্তা
ফাইল ফটো- মইনুল | ছবি : সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে নারী কর্মকর্তা

অভয়নগর প্রতিনিধি যশোর: প্রতারক মইনুলকে খুঁজে পাচ্ছে না পুলিশ । পিবিআইয়ের তদন্ত ও আদালতের দৃষ্টিতে চিহ্নিত অপরাধী হয়েও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে মইনুল নামের এক মহা প্রতারক।তার ঔরসজাত সন্তান নিয়ে এক বিসিএস নারী কর্মকর্তা ঘুরছেন দ্বারে দ্বারে ।

অরো কয়েক জন নারীর ও প্রতারিত হবার খবর পাওয়া গেছে । কিন্তু প্রতারক মইনুলের মাথায় গ্রেফতারী পরোয়ানা থাকলেও বীরদর্পে বুক ফুলিয়ে ঘুরলেও অভয়নগর পুলিশ তাকে ‘খুঁজে পাচ্ছেনা’।

আরও পড়ুন>>>যশোরের বেনাপোলে ১৫৫ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার

যশোরের অভয়নগর উপজেলা নওয়াপাড়ার আলতাফ হোসেনের ছেলে মইনুল ইসলাম।

সুদর্শন প্রতারক মইনুল  ব্যবহার করেন একাধিক লেটেস্ট ব্র্যান্ড মোবাইল ফোন। সে নিজেকে কখনো ডিজিএফআই কর্মকর্তা, কখনো বড় কোনো প্রতিষ্ঠানের বড় অফিসার পরিচয় দেন।

চাকরিজীবী, বিবাহিত বিত্তশালী মেয়েরাই তার টার্গেট । উদ্দেশ্য বড় অংকের টাকা হাতিয়ে নেয়া। স্মার্ট, সুদর্শন ও রাজকীয় চলাফেরায় বিভিন্ন মেয়েদের পরিবারের সাথে গড়ে ওঠে সম্পর্ক। এরপর বিয়ের প্রলোভন দেন। এক পর্যায়ে বিভিন্ন কলাকৌশল  টাকা হাতানো শুরু করেন।

২০২০ সালের ২৪ আগস্ট যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুাল-১ এ মামলা করেন যশোরের প্রতারিত এক নারী কমকর্তা। বিচারক টিএম মুসার নির্দেশে মামলায় বাদীর নানা অভিযোগ তদন্তে মাঠে নামে যশোর পিবিআই।

আরও পড়ুন>>>নড়াইলের রূপগঞ্জে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

একপর্যায়ে বের হতে থাকে চাঞ্চল্যকর নানা তথ্য। গত ৩ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয় ২০১১ সালে বিয়ে হওয়া মামলার বাদীর ঢাকায় যাতায়াতের সুবাদে ২০১৩ সালে মইনুলের সাথে পরিচয় হয়। মইনুল নিজেকে পরিচয় দেন ডিজিএফআই কর্মকর্তা হিসেবে।

এক পর্যায়ে তাদের সম্পর্ক গড়ে উঠলে নারী কর্মকর্তাকে ঢাকার বাড়িতে নিয়ে নানা প্রলোভন দেখিয়ে মইনুল শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

দৈহিক মেলামেশার জের ধরেই  ওই নারীর গর্ভে  সন্তান আসে। পরে তার সাথে স্বামীর বিচ্ছেদও হয়। মামলা চলাকালীন আদালতের কাছে ডিএনএ টেস্টের অনুমতি চায় পিবিআই। ফলে ওই নারী কর্মকর্তা, তার তালাকপ্রাপ্ত স্বামী, উক্ত সন্তান ও মইনুলের ডিএনএ টেস্ট করার পর প্রমাণ মেলে সন্তানটি মইনুলের। পিবিআই প্রতিবেদনে এসব উল্লেখ করেন এসআই মিজানুর।

পরে আদালত চলতি বছরের ২১ জানুয়ারি প্রতারক মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অভয়নগর থানায় গ্রেফতারী পরোয়ানা পৌঁছাতেই মইনুল আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একই সাথে থানা পুলিশকে ম্যানেজ করে বুকফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বাদীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল অহেদ-২ বলেন একাধিক নারীর সাথে রয়েছে মইনুলের সম্পর্ক। সুদর্শন চেহারা, ডাটবাট ও নানা প্রলোভনে আসক্ত করতে পটু হওয়ায় সহজেই মইনুলের প্রলোভনে মেয়েরা পটে যায়।

খুলনা ফুলতলায় তার একটি অফিস রয়েছে। সেই অফিসের এক নারী স্টাফের সর্বনাশ করেছেন তিনি। খুলনা বটিয়াঘাটার এক মেয়েরও এ ধরনের সর্বনাশ করেছেন। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর পিপি সেতারা খাতুন বলেন, অল্প কয়েকদিনের ব্যবধানে মামলাটি দ্রুত এগিয়েছে। আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মইনুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাষ্টপক্ষ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

এ বিষয়ে ভুক্তভোগী নারী জানান, তাকে বিয়ের কথা বলে মাইশা নামের আরেক মেয়েকে মইনুল বিয়ে করে। এ অবস্থায় তিনি শিশু সন্তানের পিতৃ পরিচয়ের জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন।

বিষয়ে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, গ্রেফতারি ওয়ারেন্ট হাতে পেয়েছি তাকে খুঁজে পাচ্ছিনা,উত্তরা এলাকায় রয়েছে বলে শোনা যাচ্ছে। খুব শীঘ্রই আমরা তাঁকে আটক করতে পারবো বলে আশা করছি।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram