১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি:জো বাইডেন

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ২৪, ২০২০
118
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

অনলাইন ডেক্স: যুক্তরাষ্ট্রের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে জোরেসোরে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

শুক্রবার(২৩অক্টোবর) এক ঘোষণায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেন তিনি যদি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তবে সব মার্কিনির জন্য কোভিড-১৯ ভ্যাকসিন বিনামূল্যে দেবেন। করোনা ভাইরাস মোকাবিলায় জাতীয় কৌশলের অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছেন তিনি।

করোনা পরিস্থিতি নিয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে আক্রমণ করতেও ছাড়েননি। তার মতে, রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করা ছেড়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শুরুর পর থেকেই এ বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেয়নি ট্রাম্প প্রশাসন। এমনকি নিজে করোনায় আক্রান্ত হয়েও এ বিষয়ে লোকজনকে সতর্ক করার বদলে উল্টো করোনাকে ভয় না পাওয়ার কথা বলেছেন ট্রাম্প।

তবে তার চেয়ে ব্যতিক্রমী জো বাইডেন। তিনি সব সময়ই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে মাস্ক পরা এবং জনসমাগম এড়িয়ে চলেছেন। তিনি বলেন, আমরা যদি একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন হাতে পাই তবে তা সবাইকে বিনামূল্যে দিতে পারব।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ১১ দিন আগে করোনা মহামারি নিয়ে তার পরিকল্পনার বিষয়ে কথা বলতে গিয়ে এই ঘোষণা দিলেন বাইডেন।
তবে বাইডেনের সঙ্গে শেষ বিতর্কে ট্রাম্প ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে, যুক্তরাষ্ট্র এই মহামারি কাটিয়ে উঠতে পেরেছে।

কিন্তু গত তিনদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমণ বেড়েই চলেছে। গত শুক্রবার দেশটিতে নতুন করে আরও ৮৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তার আগে বৃহস্পতিবার দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ৬৪০ জন। এদিন সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ৯২১ জনের।

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২ লাখ ২৯ হাজার ২৮৪ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫৬ লাখ ৯৮ হাজার ১৬১ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ২৮ লাখ ১৯ হাজার ৫০৮ এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৬ হাজার ৩২৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram