পাইকগাছায় আবারও ১ একর সরকারি জায়গা উদ্ধার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা প্রশাসন আবারও ১ একর সরকারি জায়গা উদ্ধার করেছে। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত অবৈধ দখলকারীদের কাছ থেকে প্রায় ১০ একর জায়গা উদ্ধার করেছে।
প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম বুধবার (২০ জানুয়ারী) দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ এলাকার ১ একর সরকারি জায়গা উদ্ধার করেন।
আরও পড়ুন>>>নড়াইল পৌর নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে করতে মাশরাফীর আহবান
এ সময় উপস্থিত ছিলেন, কানুনগো মোজাম্মেল হোসেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এনামুল হক, পেশকার প্রতুল জোয়াদ্দার। উল্লেখ্য, উদ্ধারকৃত ১ একর জমি এলাকার কতিপয় লোকজন দীর্ঘদিন অবৈধভাবে দখলে রেখেছিল।
উদ্ধারকৃত এ জমি দ্বিতীয় দফার গৃহ নির্মাণ কাজে লাগানো হবে বলে এসিল্যান্ড আরাফাতুল আলম জানিয়েছেন।
আরও পড়ুন>>>
ময়মনসিংহের ত্রিশালে বাস-সিএনজি সংঘর্ষে এক নারী নিহত, গুরুতর আহত ৫
নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন উদ্বোধন
কৃষি ব্যাংক পাইকগাছা শাখার প্রকাশ্যে ঋণ বিতরণ