সরকারি বরাদ্দ পাওয়া দুটি গাড়িই ফেরত দিলেন ওবায়দুল কাদের
ডেক্স রিপোর্ট: সরকারী বরাদ্দ পাওয়া দুটি গাড়িই ফেরত দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১- পদ্মাসেতু নির্মাণ প্রকল্প পরিদর্শনের বরাদ্দ পাওয়া জীপ,
২-মন্ত্রীর অনুকূলে পরিবহন পুল থেকে বরাদ্দ পাওয়া টয়োটা করোলা।
আজ রোববার (২৯ নভেম্বর) রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু নাছের টিপু বলেন, পরিবহন পুল থেকে স্যারকে (ওবায়দুল কাদের) টয়োটা করোলা মডেলের যে গাড়িটি বরাদ্দ করা হয়েছিল সেটি আজ ব্যাক করে দেয়া হয়েছে। কারন এক বছর ধরে গাড়িটি ব্যবহার হতো না ,সেটি সব সময় পুলেই থাকতো।
তিনি আরও বলেন, এছাড়া পদ্মাসেতু নির্মাণ প্রকল্প থেকে সেতু পরিদর্শনের জন্য তাকে একটি জিপগাড়ি বরাদ্দ দেয়া হয়েছিলে। করোনার আগ পর্যন্ত তিনি প্রতি শুক্রবার সেখানে পরিদর্শনে যেতেন। এখন সেতু প্রকল্পের কাজ শেষ পর্যায়ে মাত্র দুটি স্প্যান বাকি এবং করোনার কারণে সেখানে যান না। তাই সেটাও পদ্মা সেতু প্রকল্পের কাছে ফেরত দেয়া হয়েছে।
আরওপড়ুন:
যশোর শিক্ষাবোর্ডে মানবিক চেয়ারম্যান হিসেবে পরিচিতি পেয়েছেন ড. মোল্লা আমীর হোসেন
মুজিববর্ষ উপলক্ষে পরগনাহী দৌলতপুর মাদ্রাসায় মাস্ক, কোরআন, গাছ বিতরণ
বরিশালে চার পৌরসভা নির্বাচনে নৌকার কান্ডারী হলেন যারা