সাংবাদিকের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে  কেশবপুর প্রেসক্লাবের নিন্দা

সাংবাদিকের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে  কেশবপুর প্রেসক্লাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের নাম উল্লেখ করে শহরে মিছিলের প্রতিবাদে শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২ ডিসেম্বর দৈনিক গ্রামের কাগজের শেষ পাতায় কেশবপুর এক স্কুলে প্রধান শিক্ষক পদে জামায়াত নেতার নিয়োগ নিয়ে গুঞ্জন শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় ৩ ডিসেম্বর সন্ধ্যায় পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালামের নেতৃত্বে ওই মিছিল বের হয়।

কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভা থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাংবাদিক নূরুল ইসলাম খান, দীলিপ মোদক, শেখ শাহীনুর ইসলাম, রুহুল আমীন খান, সিদ্দিকুর রহমান, পরেশ দেবনাথ, মতিয়ার রহমান, আব্দুল মজিদ, আব্দুল মমিন, তাইফুর রহমান প্রমুখ।

সভায় এ ঘটনায় তীব্র নিন্দাসহ আগামি ৭২ ঘন্টার মধ্যে পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালামের নেতৃত্বে মিছিলের ঘটনায় দুঃখ প্রকাশ করার আহ্বান জানানো হয়। তা না হলে যশোর-৬ আসনের এমপিসহ প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হবে।

অপরদিকে ওই সভা থেকে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ওই পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here