সাংবাদিক আফজালের মৃত্যুতে ঢাকা উত্তর সিটির মেয়রের শোক প্রকাশ
ডেক্স রির্পোট: ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) দফতর সম্পাদক ও চ্যানেল নাইনের সাবেক সাংবাদিক আফজাল মোহাম্মদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ শুক্রবার (২২ জানুয়ারি) এক শোক বার্তায় মেয়র বলেন,তার অকালমৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আফজাল মোহাম্মদ বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সাংবাদিকতা করতেন। তার করা বিভিন্ন প্রতিবেদনে গণমানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটত।
আরও পড়ুন>>>যশোরে চার হুন্ডি ব্যবসায়ী ইউএস ডলারসহ বিজিবির হাতে আটক
শোক বার্তায় ডিএনসিসি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আফজাল মোহাম্মদ মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন>>>নড়াইল পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে জাতীয়পার্টির সমর্থন