ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেস থেকে ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক
জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেস থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ শেখ আব্দুর রব (৫৯) নামে এক ব্যক্তি আটক করেছে কলারোয়া থানা পুলিশ ।সে পুরাতন সাতক্ষীরার রাজার বাগান এলাকার মৃত আব্দুর রকিবের ছেলে।
আরও পড়ুন>>>যশোর পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত।
কলারোয়া থানার ডিউটি অফিসার এসআই ফরিদ হোসেন জানান,মঙ্গলবার (৩০মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে থানার সেকেন্ড অফিসার এসআই শাহাজাহান কবীর, এসআই কেএম রেজাউল করিম, এএসআই আবু তালেবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কে চেক পোষ্ট ডিউটি করা কালে কলারোয়ার ইউরিকে তেল পাম্পের সামনে থেকে ঢাকা গামী সাতক্ষীরা এক্সপ্রেস থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ শেখ আব্দুর রব নামে ওই ব্যক্তি আটক করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন>>>যশোর পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত।
অপর এক অভিযানে সোমবার (২৯মার্চ) রাত সাড়ে ১০টার দিকে থানার এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ বাবলুর রহমান বাবলু (৩৫) কে আটক করে। সে কলারোয়া উপজেলার পূর্ব ভাদিয়ালী গ্রামের শহর আলীর ছেলে। থানার এসআই হাফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভাদিয়ালীর কদমতলা কালভার্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আরও পড়ুন>>>খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বাঁধ ভেঙ্গে বির্স্তীর্ণ এলাকা প্লবিত
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খারুল কবীর জানান-এঘটনায় কলারোয়া থানায় পৃথক ভাবে দুটি মামলা হয়েছে। আসামীদ্বয়কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।