কলারোয়া পৌরসভা নির্বাচনে ৫-মেয়র ও ৫২-কাউন্সিলরের মধ্যে প্রতীক বরাদ্দ
জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ আসন্ন কলারোয়া পৌরসভা নির্বচানে ৫মেয়র ও ৫২ কাউন্সিলরের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, নিয়ম অনুযায়ী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে।
এই প্রতীক পাওয়ার পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় চালাতে পারবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষ নির্বাচনী প্রচারণায় প্রার্থী ও সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপ্রালন করার আহবান জানান তিনি।
এবার কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯জন ও সংরতি আসনে (মহিলা) কাউন্সিলর পদে ১৩জন প্রার্থী।
মেয়র পদের প্রতীক বরাদ্দ পাওয়া ৫জন প্রার্থী হলেন-
আওয়ামীলীগের মনিরুজ্জামান বুলবুল (নৌকা), বিএনপি’র শরীফুজ্জামান তুহিন (ধানের র্শীষ), স্বতন্ত্র সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু (মোবাইল ফোন), আক্তারুল ইসলাম (নারিকেল গাছ) ও তার স্ত্রী নার্গিস সুলতানা (জগ)।
আরও পড়ুন>>>ভোটযুদ্ধে স্বামীর প্রতিদ্বন্দ্বি স্ত্রী
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৪জন, এরা হলেন-মেহেদী হাসান (টেবিল ল্যাম্প), এসএম মফিজুল হক (উটপাখী), জিএম শফিউল আলম (ডালিম), মো.আসাদুজ্জামান (পানির বোতল)। ২নং ওয়ার্ডে ৬জন, এরা হলেন-মো.তুহিন হোসেন (পাঞ্জাবি), আব্দুল হাকিম (গাজর), মো.সাইদুজ্জামান (পানির বোতল), এসএম কামরুজ্জামান বাবু (ব্লাক বোর্ড), শেখ বদিউজ্জামান (ডালিম), শেখ রবিউল ইসলাম (উটপাখী)।
৩নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন-আসাদ খাঁন (পাঞ্জাবি), এএসএম এনায়েতুল্লাহ খাঁন (ডালিম), মো.রফিকুল ইসলাম (উটপাখী), মো.মুজাহিদুল ইসলাম (পানির বোতল)।
৪নং ওয়ার্ডে ৪জন, এরা হলেন-মো.মাগফুর রহমান রাজু (পাঞ্জাবি), মো.মেজবাহ উদ্দীন (টেবিল ল্যাম্প), আমানুল্লাহ ((উটপাখী), মো.শরীফুজ্জামান (ডালিম)।
৫নং ওয়ার্ডে ২জন,এরা হলেন-সঞ্জয় সাহা (ডালিম) ও শেখ জামিল হোসেন (উটপাখী)।
৬নং ওয়ার্ডে ৪জন, এরা হলেন-মো.শফিউদ্দীন বিশ্বাস (পাঞ্জাবি), মো.আবু জাফর সরদার (ডালিম), মো.আলফাজউদ্দীন (উটপাখী) ও মো.আজহারুল ইসলাম (পানির বোতল)।
৭নং ওয়ার্ডে ৪জন, এরা হলেন-মো.জাহাঙ্গীর হোসেন (ডালিম), মো.আরিজুল মোড়ল (পাঞ্জাবি), মো.সাইদুর রহমান মল্লিক (পানির বোতল) ও মো.আজিজুর রহমান (উটপাখী)।
৮নং ওয়ার্ডে ৬জন, এরা হলেন-মো.মোস্তাফিজুর রহমান (টেবিল ল্যাম্প), গোষ্টচন্দ্র পাল (ব্রিজ), শেখ আব্দুস সাত্তার (পাঞ্জাবি), শেখ মাহফুজুর রহমান (উটপাখী), শেখ ইমাদুল ইসলাম (পানির বোতল), আবজাল হোসেন (ডালিম)।
৯নং ওয়ার্ডে ৫জন, এরা হলেন-মো.মোস্তাফিজুর রহমান (পাঞ্জাবি), মো.আকিমুদ্দীন দফাদার (ডালিম), মো.রুহুল কুদ্দুস (পানির বোতর), মো.শওকত হোসেন (টেবিল ল্যাম্প), মো.আব্দুল লতিফ সরদার ( উটপাখী)। সংরতি মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছন ১, ২, ৩নং ওয়ার্ডে ৪জন, এরা হলেন-রেজওয়ানা আক্তার (বলপেন), মোছা.ফারহানা হোসেন( টেলিফোন), মোছা.সালমা আক্তার (চশমা) ও নাজমা বেগম (আনারস)। ৪, ৫, ৬নং ওয়ার্ডে ৪জন, এরা হলেন- মোছা.খালেদা আক্তার (চশমা), সন্ধ্যা রাণী বর্মণ (জবা ফুল), মোছা.সেলিনা পারভীন (টেলিফোন) ও মোছা.রেশমা খাতুন (আনারস)। ৭, ৮, ৯নং ওয়ার্ডে ৫জন, তারা হলেন-মোছা.শাহানাজ খাতুন ( আনারস), রুপা খাতুন (চশমা), দিথী খাতুন ( আংটি), হাসিনা আক্তার ( জবা ফুল) ও জাহানারা খাতুন (টেলিফোন)। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১,২৮০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,২৮৪ ও মহিলা ভোটার ১০,৯৯৬জন। আগামি ৩০ জানুয়ারী ৩য় বারের মতো কলারোয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।