হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের সুষ্ঠু তদন্তের দাবীতে নড়াইলে মানববন্ধন
রিপন বিশ্বাস, কালিয়া, নড়াইলঃ সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াও’ এই শ্লোগানকে সামনে রেখে ‘সুনামগঞ্জের শাল্লা ও নড়াইলের মহাজনে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই’ দাবী চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ)।
আরও পড়ুন>>>গজুকাটা সীমান্তে মসজিদ নির্মাণে বাধা না দেওয়ার আশ্বাস বিএসএফের
আজ বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় নড়াইল আদালত সড়কে এ মানববন্ধন পালিত হয়।
হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) নড়াইল জেলা কমিটি উদ্যোগে ও আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের অংশ নেয়।
আরও পড়ুন>>>সিলেট বিয়ানীবাজার পল্লীবিদ্যুতের লাইন ম্যান সড়ক দুর্ঘটনায় আহত
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, বাংলাদেশ জাসদের সভাপতি অ্যাডভোকেট হেমায়েতুল্লাহ হিরু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও নড়াইল পৌর আওয়ামীলেিগর সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) এর সভাপতি অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা এস এ মতিন, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, বাংলাদেশ গণশিল্পী সংস্থার আহবায়ক সহকারি অধ্যাপক মলয় কান্তি নন্দী, বাংলাদেশ হিন্দু যুব পরিষদের রাজিব বিশ্বাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সদরের সভাপতি অমিত সাহা রাজা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশিষ কুমার বিশ্বাস, বাপা’র শাহ আলম, পঙ্কজ ঘোষ ও নিখিল চন্দ্র সরকার প্রমুখ।