সারাদেশে শুক্রবারও টিকা কার্যক্রম চলবে

সারাদেশে শুক্রবারও টিকা কার্যক্রম চলবে
ছবি- সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে টিকা নিতে মানুষের আগ্রহ বাড়ায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বন্ধের দিনও টিকা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সারাদেশে শুক্রবারও টিকা

বৃহস্পাতিবার (২৪ ফেব্রুয়ারি) সারাদেশের সব সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং সব পৌরসভার মেডিকেল অফিসারদের এ নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণটিকা কার্যক্রমকে ঘিরে দেশব্যাপী বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ভ্যাকসিনেশন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। জনমনে সৃষ্ট এই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও টিকার চাহিদা পূরণের কারণে আগামীকাল শুক্রবার ২৫ ফেব্রুয়ারি সারা দেশের সকল কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টার খোলা রেখে এবং প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র/ বুথ এর মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন>>>আজ কালের মধ্যে ইউক্রেনে থাকা বাংলাদেশিরা পোল্যান্ডে ঢুকতে পারবে

গত বছরের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। আর গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে গতবছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৬ লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়েছিল এক দিনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বুধবার পর্যন্ত সারাদেশে ১০ কোটি ৬৫ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন, যা মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ কোটি ৬ লাখ মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৩৪ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। সারাদেশে শুক্রবারও টিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here