ডেক্স রিপোর্ট:প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে নতুন দায়িত্বে পেতে যাচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
আজ সোমবার (৯ নভেম্বর) রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলির বিষয়ে নিশ্চিত করে সারোয়ার আলম বলেন, নতুন দায়িত্বে যাচ্ছি যেন সফল হতে পারি, এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন।
উল্লেখ্য, ২৭তম বিসিএসের মাধ্যমে মো.সারোয়ার আলম প্রশাসনে যোগ দেন । এতদিন তিনি র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বরত ছিলেন, বিভিন্ন অনিয়ম খাদ্য, ওষুধ থেকে শুরু করে নিত্যপণ্যের গুণগত মান ও ভেজাল এবং মেয়াদ, হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অতিরিক্ত ফি নেয়াসহ নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে দেশের মানুষের মনে আস্থার জায়গা করে নিয়েছেন তিনি।
