সিলেটকে হারিয়ে খুলনার জয়

সিলেটকে হারিয়ে খুলনার জয়
ছবি- সংগৃহীত

ক্রীড়া ডেস্কঃ সৌম্য সরকারের ও অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটিং দৃঢ়তায় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের পথে ভালোভাবেই টিকে আছে খুলনা টাইগার্স। ব্যাট-বল উভয় বিভাগেই দারুন নৈপুন্য দেখিয়েছেন সৌম্য। টুর্নামেন্টের ২২তম এবং দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে খুলনা ১৫ রানে হারিয়েছে সিলেটকে। সিলেটের হারে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হলো সাকিব আল হাসানের ফরচুন বরিশালের।

টসের বিপরীতে প্রথমে ব্যাট করে সৌম্যর অপরাজিত ৮২ ও মুশফিকের হার না মানা ৬২’র সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮২ রানের বড় সংগ্রহ পায় খুলনা টাইগার্স। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে সিলেট।

আরও পড়ুন>>>৭ ইউনিয়নের একটিতেও জেতেনি নৌকা!

এই জয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো খুলনা। ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে টেবিলের তলানিতেই থাকলো সিলেট। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বরিশাল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন সিলেটের নতুন অধিনায়ক ইংল্যান্ডের রবি বোপারা। এই ইনিংসে ম্যাচ সেরা সৌম্য সরকার (খুলনা টাইগার্স)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here