সিলেটে সড়ক ও সৌন্দর্য বর্ধনসহ উন্নয়ন কাজ উদ্বোধন করলেন দুই মন্ত্রী
মো: ইবাদুর রহমান জাকির, সিলেট: সিলেটের নগর রাস্তা সম্প্রসারণ, রোডের ডিভাইডার সড়ক বাতি, সৌন্দর্য বর্ধনসহ উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ শুক্রবার ২৮ জানুয়ারি বিকেল ৩টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে নামফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই দুই মন্ত্রী।
আরও পড়ুন>>>স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সহযোগিতার সম্পর্ক জোরদার করবে ঢাকা-দিল্লি
সিলেটে এসে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের অংশ হিসেবে প্রথমেই উপশহরের মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণিবিতানের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ সময় দুই মন্ত্রীকে নগরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরিয়ে দেখান। সিলেটের উন্নয়ন দেখে মুগ্ধ হন দু্ই মন্ত্রী।
আরও পড়ুন>>>এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল
নগরের উপশহর হলদি ছড়ার ড্রেন, রিটেইনিং ওয়াল, ওয়াকওয়েসহ সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন ছাড়াও মানিকপীর কবস্থানের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তারা।
সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, ৬ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নগরে ৮৬০ মিটার রাস্তার উন্নয়ন, ১ হাজার ৬৮০ মিটার রাস্তার উভয় পাশে ফুটপাতসহ ড্রেন নির্মাণ, সৌন্দর্যবর্ধন কাঠামোসহ রোড ডিভাইডার নির্মাণ করা হয়।
আরও পড়ুন>>>নড়াইলের কালিয়ায় অবশেষে মেয়র প্রার্থীতা প্রত্যাহার