১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

জাতির শ্রেষ্ঠ সন্তানরা পেলো বিজয় দিবসের উপহার

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ১৪, ২০২০
640
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সিলেটে-জাতির-শ্রেষ্ঠ-সন্তানরা
| ছবি : সিলেটে-জাতির-শ্রেষ্ঠ-সন্তানরা

মোঃইবাদুর রহমান জাকির,সিলেট: মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে জেলা পরিষদ, সিলেট-এর পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান সিলেট মহানগর ও জেলা কমান্ড ইউনিটের বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফুর রহমান এডভোকেট, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীরপ্রতীক, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সাবেক জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও সাবেক সদর উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী ইরশাদ আলী।

জেলা পরিষদের সাটলিপিকার একেএম কামারুজ্জামান মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।

অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজজাহুরা রওশন জেবীন রুবা, শামীম আহমদসহ পরিষদের সদস্য, মহানগর, জেলা কমান্ড ইউনিট এর বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তালিকা অনুযায়ী সিলেট মহানগর এর আওতাধীন ৯৭জন এবং জেলা কমান্ড ইউনিটের ২৯জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন:
যশোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
যশোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
স্বাধীনতার ৫০ বছর পরও আজও বহাল তবিয়তে স্বাধীনতা বিরোধী রাজাকাররা

 

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram