সিলেটের গোলাপগঞ্জে মানব পাচারকারী র্যাবের হাতে গ্রেফতার
মোঃ ইবাদুর রহমান জাকির,সিলেট জেলা,প্রতিনিধি: সিলেট জেলার গোলাপগঞ্জ থেকে বাবুল আহমদ(৪০) নামের এক এজাহারভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে সিলেট র্যাব-৯।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে গোলাপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবুল আহমদ (৪০) উপজেলার মহেষপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
র্যাব-৯ জানায়, সে সিলেট এয়ারপোর্ট থানার (মামলা নং- ১৪/৩৯) মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এর ৬/৭/৮ ধারার এজাহারনামীয় পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১(সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোলাপগঞ্জ বাজারে এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন:
বউ কে বোনের পরিচয় দিয়ে চাকরির ঘটনায় দুজন বরখাস্ত
নবগঙ্গা নদীতে কালিয়া সেতু নির্ধারিত সময়েও শেষ হয়নি নির্মাণ কাজ , ফের বাড়ল মেয়াদ !
বড়লেখার ঐতিহ্যবাহী দৌলতপুর গ্রামের ইতিবৃত্ত : কাজী রমিজ উদ্দীন