সিলেট মহাসড়কে অটোরিক্সা ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
ইবাদুর রহমান জাকির: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিক্সা ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী ও শিশু সহ ৮জন নিহত হয়েছেন।
এ ঘটনায় উদ্ধার কাজ পরিচালনার জন্য বন্ধ রয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। ফলে মহাসড়কের দুই পাশে আটকা পড়েছে শতশত যানবাহন। সীমাহিন দূর্ভোগে পড়েছে যাত্রীরা।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেল চারটার দিকে নবীগঞ্জ উপজেলার সাতাহাইল ফুলতলি বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এরপরই উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও শেরপুর হাইওয়ে পুলিশ। যে কারণে প্রায় দুই ঘন্টার মতো বন্ধ রয়েছে মহাসড়কে যান চলাচল। আরও দুই ঘন্টার মতো লাগতে পারে বলে ধারণা করছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূইয়া।
তিনি বলেন, বর্তমানে সিএনজি অটোরিক্সাটি বাসের নিচে চাপা পড়ে আছে। ৩নারী, শিশু সহ ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে ফসলি জমিতে সিএনজি অটোরিক্সাটি বাসের নিচে চাপা পড়ার কারণে উদ্ধার কাজে সময় লাগছে। উদ্ধার কাজ শেষ হলেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
আরও পড়ুন:
বড়লেখা উপজেলা ছাত্রলীগের ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
দুই শিশুসন্তানকে ধর্ষণ করলেন লম্পট বাবা
শেখ আমানুল্লাহ কলেজ সভাপতি সহ ৯ জনের বিরুদ্ধে মামলা