সেপ্টেম্বরে ঢাকায় হবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ২৮, ২০২০
102
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : সেপ্টেম্বরে ঢাকায় হবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ
খেলা ডেস্ক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বাংলাদেশে। সোমবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
চলতি বছরের সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মহামারী করোনার কারণে তা স্থগিত হয়ে যায়।
নতুন সূচি অনুসারে আগামী বছরের ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। খেলাগুলো হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
সাফের সিনিয়র প্রতিযোগিতা ছাড়াও ২০২১ সালে বয়সভিত্তিক চারটি প্রতিযোগিতা ছেলেদের অনূর্ধ্ব-১৫ ও ১৮ চ্যাম্পিয়নশিপ ও মেয়েদের অনূর্ধ্ব-১৬ ও ১৯
গরম খবর