সোনাক্ষী সিনহার নতুন চ্যালেঞ্জ ‘ফ্যালেন’ নামের সেই সিরিজটি

বিনোদন ডেক্স:  চলতি বছরের ডিসেম্বরেই রাজস্থানে শুরু হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার নতুন চ্যালেঞ্জ ‘ফ্যালেন’ নামের সেই সিরিজটি।

করোনার কারণে মার্চ মাসে লকডাউন শুরু হয় ভারতে। তার আগেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্মতি দিয়েছিলেন রিমা কাগতির আসন্ন ওয়েব সিরিজটিতে কাজ করবেন বলে। ‘ফ্যালেন’ নামের সেই সিরিজটি অবশেষে শুরু হতে যাচ্ছে।

জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরেই রাজস্থানে শুরু হবে এর শুটিং। এতে প্রধান চরিত্রে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছেন সোনাক্ষী।

এখানে অন্যানদের মধ্যে রয়েছেন গল্লি বয় খ্যাত বিজয় ভার্মা, গুলশান দেওয়াইয়া, সোহুম শাহসহ অনেকে।

জানা গেছে এক সপ্তাহের জন্য নির্মাতা রিমা কাগতি ৩৫ জন ক্রু নিয়ে রাজস্থান যাবেন। এই সময়সূচিতে, তিনি লকডাউনের সময়কালের কিছু অসমাপ্ত কাজ সমাপ্ত করার পরিকল্পনা করছেন। পরিস্থিতি কিছুটা আরও ভাল হলেই ‘ফ্যালেন’- এর শুটিংয়ে ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহা যোগ দেবেন।

এদিকে ভারতের এক জাতীয় দৈনিক তাদের খবরে প্রকাশ করেন, সিরিজটিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে অজয় দেবগন ও সঞ্জয় দত্তের।

উল্লেখ্য, সবকিছু সময়মতো শেষ হলে ‘ফ্যালেন’ সিরজিটি সামনের বছর মাঝামাঝি সময়ে অবমুক্ত হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here