১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

সোনার দামে নতুন রেকর্ড

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ২৪, ২০২৪
19
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সংগৃহিত
| ছবি : সংগৃহিত

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার ৬৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বুধবার থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা, ওইদিন পর্যন্ত সেটিও ছিল দেশের বাজারে সোনার রেকর্ড দাম।

বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা। তাতে বুধবার থেকে ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকায়।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ১৩৪ টাকা বেড়ে বুধবার থেকে প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ১০ হাজার ৯৯৪ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরির দাম বাড়ছে ১ হাজার ৮১৯ টাকা। তাতে এই সোনার ভরি দাঁড়াবে ৯১ হাজার ৩৭ টাকা।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ১ হাজার ২৮৩ টাকা।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram