২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
shadhin kanto

অস্ত্রের মুখে ৫-৭ মিনিটে সোনালী ব্যাংক থেকে ৯ লাখ টাকা লুট

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
নভেম্বর ১৫, ২০২০
5
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সোনালী ব্যাংকে ডাকাতি
অস্ত্রের মুখে ৫-৭ মিনিটে সোনালী ব্যাংক লুট | ছবি : সোনালী ব্যাংকে ডাকাতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি:  চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে দিনে-দুপুরে সোনালী ব্যাংকে ডাকাতি
হয়েছে। অস্ত্রের মুখে ব্যাংকের সবাইকে জিম্মি করে ৫-৭ মিনিটের মধ্যে নগদ ৯ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতের দল ।

রোববার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজার শাখা সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলের ফেলে যাওয়া পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করে উথলী বিশেষ ক্যাম্পে ও জীবননগর থানা পুলিশ

উথলী বাজার শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী জানান, দুপুর সোয়া ১টার দিকে হেলমেট
পরিহিত অবস্থায় মোটরসাইকেলযোগে তিনজন এসে ব্যাংকে প্রবেশ করে। এরপর তারা পিস্তল উঁচিয়ে ব্যাংকের
দরজা বন্ধ করে দেয়। এবং ব্যাংকের সবার মোবাইল ফোন নিয়ে একটি কক্ষে সবাইকে আটকে রাখে। পরে ব্যাংকের কাউন্টারে থাকা ৯ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

সোনালী ব্যাংকে ডাকাতি

ডাকাতির সময় টাকা তুলতে আসা এক গ্রাহক চিৎকার শুরু করলে বাজারের লোকজন ডাকাতদের ধাওয়া
করে। তারা পিস্তল উঁচিয়ে লোকজনকে গুলি করার হুমকি দিলে লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল
মারতে থাকে। ডাকাতরা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। সব মিলিয়ে মাত্র পাঁচ-সাত মিনিটের মধ্যে টাকা লুট করাসহ পালিয়ে যায় ডাকাত দল।

এক প্রত্যক্ষদর্শী বলেন, মোটরসাইকেল যোগে তারা পালানোর সময় ইটপাটকেল মারা শুরু করলে ডাকাত
দলের এক সদস্যের মাথায় আঘাত পায়। ডাকাত দলের এক সদস্য পিস্তল উঁচিয়ে গুলি করতে উদ্যত হলে আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি। এ সময় তারা মোটরসাইকেলে পালিয়ে যায়।

আরো পড়ুন: চলতি সপ্তাহে মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা দিতে যাচ্ছে সরকার

এ ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম,
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিল লিংকন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ
সুপার আবু রাসেল, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার খন্দকার আবুল কালাম আজাদ, সহকারী ব্যবস্থাপক আনিসুর রহমান প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডাকাত দলকে গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান,চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল।

আরো পড়ুন: যশোর-মাগুরা সড়কে লোকাল বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত আহত-৪

সোনালী ব্যাংকে ডাকাতি
সোনালী ব্যাংকে ডাকাতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram