সৌদির সুপ্রিমকোর্ট পরিষদে রদবদল, দায়িত্ব পেলেনএকজন নারী ডেপুটি স্পিকার

 ডেক্স রিপাির্ট:  সৌদি রাজতন্ত্রের উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিল, সুপ্রিম কোর্ট ও শীর্ষ ধর্মীয় পরিষদে রদবদল করে কয়েকটি আদেশ জারি করেছেন সৌদি বাদশাদ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। রবিবার এই আদেশ জারি করেন সৌদি বাদশাদ।

আদেশে শুরা কাউন্সিলের নতুন ১জন স্পিকার ছাড়াও আরও ২জন ডেপুটি স্পিকার নিয়োগ দিয়েছেন। তারমধ্যে একজন নারী ডেপুটি স্পিকার ।

কাউন্সিল অব সিনিয়র স্কলারসে সংস্কার এনে তার প্রধানের দায়িত্ব গ্রান্ড মুফতি শেখ আব্দুলা আজিজ আল-শেখকে দিয়েছেন বাদশাহ। সুপ্রিমকোর্টের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ বিন আবদুল্লাহ আল-লুহাইদান।
এছাড়াও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রবিবার আরও একটি আদেশ জারি করে রাজকীয় আদালত বা রয়্যাল কোর্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে ঘায়হাব মোহাম্মদ আল ঘায়হাবকে নিয়োগ দিয়েছেন।

এই পরিষদের বর্তমান সদস্যদের মেয়াদ আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা রয়েছে। আর তার আগের বড়সড় সিদ্ধান্ত নিলেন বাদশাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here