যশোর মণিরামপুরে স্ত্রীকে কু-প্রস্তাবের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবক জখম
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ৩, ২০২১
147
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আব্দুল্লাহ আল মামুন, (মনিরামপুর) যশোর প্রতিনিধি:যশোরের মণিরামপুরে স্ত্রীকে কু-প্রস্তাবের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহমেদ আলী (২৫) নামে একজন আহত হয়েছেন।
তিনি উপজেলার শ্যামকুড়ের সোহরাব মোড়লের ছেলে।
আহতের স্ত্রী হিরা খাতুন জানান, দীর্ঘদিন তাকে একই গ্রামের নজরুল ইসলাম নামে এক ব্যক্তি বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলো।
মঙ্গলবার সন্ধ্যায় হিরাকে বাড়ির সামনে একা পেয়ে আবারও কু-প্রস্তাব দেয় নজরুল ইসলাম। রাতে স্বামী আহমেদ আলীকে বিষয়টি জানান।
বুধবার সকালে স্ত্রীকে কু-প্রস্তাবের কারণ জনতে আহমেদ আলী বখাটে নজরুল ইসলামের বাড়িতে যান।
এ সময় নজরুল ইসলাম তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
সকাল সাড়ে ১০ টার দিকে নজরুলের নের্তৃত্বে রাইহানসহ চার-পাঁচ জন তাদের বাড়িতে হামলা করে আহমেদ আলীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
গরম খবর