ডেস্ক রিপোর্ট: যশোর সদরের হামিদপুর খেড়ের মাঠ থেকে স্যালো মেশিন চুরির অভিযোগে দুইজনকে আটক ও মেশিন উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলো, সদরের চাঁদপাড়া গ্রামের মোমিন মোল্লার ছেলে ইসরাফিল মোল্লা ও একই এলাকার বাসিন্দা আতাউর মোল্লার ছেলে ইয়াসিন মোল্যা।
এ ঘটনায় স্যালো মেশিন মালিক হামিদপুর একাডেমিক পাড়ার রফিকুল ইসলাম তিনজনের নাম উল্লেখ করে শনিবার কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার অভিযোগে জানা গেছে, রফিকুল ইসলাম হামিদপুর খেড়ের মাঠে বর্গা জমিতে স্যালো মেশিন দিয়ে পানি তুলে চাষাবাদ করতেন। শুক্রবার বিকেলে তিনি জমিতে সেচ দিয়ে আসেন।
রাতে যেয়ে দেখেন তার স্যালো মেশিনটি চুরি হয়ে গেছে। তিনি বিষয়টি থানা ও ডিবি পুলিশকে মৌখিকভাবে অবহিত করেন।
ডিবি পুলিশের এসআই সাদ্দাম হোসেন এ সংবাদ জানতে পেরে শহরের বকচর এলাকা থেকে একটি স্যালো মেশিন ও তাদের ব্যবহৃত একটি ইজিবাইকসহ ওই দুইজনকে আটক করেন।
পরে স্যালো মেশিন মালিককে সংবাদ দিলে তিনি তার মেশিনটি সনাক্ত ও আটক দুইজনসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। শনিবার আটক দুইজনকে পুলিশ আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
