কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা
জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইউরেকা তেল পাম্প সংলগ্ন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন>>>নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন ড্রাইভার নিহত
কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনজুরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ দানের মধ্য দিয়ে ওই ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন>>>প্রেমের ফাঁদে পড়ে ধর্ষণের শিকার হলেন কলেজছাত্রী,জিম্মীকরে ২ লাখ টাকা দাবি
সভায় ৩ বছরের আয় ব্যয়ের হিসাব, অশ্রমিক ছাঁটাই, কি ভাবে আগামী নির্বাচন সম্পন্ন করা হবে সেই বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন-অনুষ্ঠানের প্রধান অতিথী জাতীয় শ্রমিকলীগের সাতক্ষীরা জেলা সভাপতি সাইফুল করিম সাবু।
আরও পড়ুন>>>আমি পদত্যাগ করতে প্রস্তুত:নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
এ সময় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় শ্রমিকলীগের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা আ.লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, শ্রমিকনেতা মজনুর রহমান, সুন্দরী সিরাজ, জিল্লুর হাসান, হাবিবুর রহমান হাব্বী, সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা শহীদুল ইসলাম, মোস্তফা ওহিদুজ্জামান ওহিদ, আলমগীর হোসেন আলম, তুহিন হোসেন, নব-নির্বাচিত কাউন্সিলর শফিউল আলম শফি, আসাদুজ্জামান তুহিন, রফিকুল ইসলাম, আলফাজ উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ সাতীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, সাতীরা সদর উপজেলা শাখার সদস্য সচিব জাহিদ খানসহ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
আরও পড়ুন>>>শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে