২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

হত্যা-গুম কখনোই সমর্থন করিনি:সোহেল তাজ

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
আগস্ট ২৯, ২০২৪
5
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সংগৃহিত
| ছবি : সংগৃহিত

ডেস্ক রিপোর্ট:হত্যা-গুম এবং মানুষের অধিকার বিলুপ্ত করা কখনোই সমর্থন করিনি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজ ৷ তিনি বলেন, সাধারণ নাগরিক হিসেবে আমারও অধিকার আছে বেঁচে থাকার৷

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি৷

তিনি বলেন, সবার অধিকার আছে সাধারণ নাগরিক হিসেবে বেঁচে থাকার৷ হত্যা-গুম এবং মানুষের অধিকার বিলুপ্ত করা কখনোই সমর্থন করিনি৷

সোহেল তাজ বলেন, যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন আমার ওপর অর্পিত দায়িত্ব নীতি, আদর্শ ও সততার সঙ্গে পালন করেছি৷ অন্যায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম৷

তিনি বলেন, পদত্যাগ করার পর আমার ওপর নানা ধরনের চাপ ছিল৷ এখনো চাপ রযেছে। কারা যেন আমাকে ফলো করছেন।

তারা হয়তো কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। ফলে আমি নিরাপত্তার বিষয়েও শঙ্কিত।
এর আগে ২০১৯ সালে অপহরণ করে তার এক ভাগনেকে ১১ দিন আয়না ঘরে রাখা হয়েছিল আর সে সময়ে গুম-খুনের প্রতিবাদ করেছিলেন বলে জানান তিনি।

কারা আপনাকে ফলো করেছে বলে মনে করেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে জানিয়েছি, সেনাবাহিনী প্রধানকেও জানাবো৷

তিনি বলেন, আমি যে গেট দিয়ে ঢুকেছিলাম ওই গেটে হাই রেজুলেশনের সার্কিট ক্যামেরা রয়েছে৷ আমার বিশ্বাস যে মোটরসাইকেল ফলো করেছিল তার লাইসেন্স বের করে পরিচয় শনাক্ত করা সম্ভব৷

বুধবার রাত ১০ টা ৫১ মিনিট থেকে ৫৬ মিনিটের মধ্যে সেখানে প্রবেশ করেছিলেন বলেনও জানান সোহেল তাজ।

এর আগে বুধবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সোহেল তাজ লিখেছেন, একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভেতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল-নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে। আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তা তাকে জিজ্ঞেস করি।

প্রতি উত্তরে সে আমাকে বলে যে তাদের লোক আসছে আর আমার তাদের জন্য অপেক্ষা করতে হবে। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং তাকে জিজ্ঞেস করলাম তিনি আমাকে চিনতে পেরেছেন কি না। জবাবে সে আমাকে বলল আমি আপনাকে চিনি, আপনি সোহেল তাজ।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram